সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১১ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
নিজ থেকেই শ্বাস নিতে পারছেন মেয়র আনিসুল
প্রকাশ: ০২:০০ pm ২২-০৯-২০১৭ হালনাগাদ: ১১:৫৪ pm ২২-০৯-২০১৭
 
 
 


লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়েছে। এখন তিনি নিজ থেকেই শ্বাস নিতে পারছেন। তবে তাকে এখনো ঘুম পাড়িয়ে রেখা হয়েছে। স্ত্রী রুবানা হকের বরাত দিয়ে আনিসুল হকের পারিবারিক বন্ধু আব্দুন নূর তুষার একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মেয়রকে এখন পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখা হলেও ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। উনি এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন। নিজ থেকে স্বাভাবিকভাবে ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠার পর তার শরীরে রোগটি কতখানি প্রভাব ফেলেছে, সে ব্যাপারে ধারণা পাওয়া যাবে।

এ অবস্থায় চিকিৎসকেরা মেয়রকে নতুন কিছু ওষুধ দিয়েছেন বলেও জানান তুষার।

তিনি আরও বলেন, এক সপ্তাহ আগে আমি লন্ডন থেকে ফেরার সময়েই তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত তিনি যন্ত্রের সাহায্য ছাড়াই শ্বাস নিতে পারছেন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT