শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
নিরাপত্তার কারণে ইউনূস সেন্টারকে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি - আইজিপি
প্রকাশ: ১০:১৯ am ২৮-০৭-২০১৭ হালনাগাদ: ১০:২৫ am ২৮-০৭-২০১৭
 
 
 


পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, স্বল্প সময়ে ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক সম্মেলনটির নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয়। যার ফলে আজ ও আগামীকাল আশুলিয়ার জিরাবো এলাকায় ইউনূস সেন্টারে অনুষ্ঠেয় সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। আইজিপি বলেন, সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ছাড়া বড় ধরনের কোনো আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া হয় না। সেটি সম্ভবও নয়। গতকাল বিকেলে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আইজি বলেন, গত ২৪ জুলাই ইউনূস সেন্টারের পক্ষ থেকে এ সম্মেলনের কথা পুলিশকে জানানো হয়। এতে ৩৬টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানানো হয়। জাতিসংঘের একজন সহকারী মহাসচিব ছাড়াও বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও একটি দেশের রাজাও এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়। তিনি বলেন, এ রকম একটি আন্তর্জাতিক সম্মেলনের মাত্র তিন-চার দিন আগে নিরাপত্তার জন্য কেবল ঢাকা জেলার পুলিশ সুপারকে অবহিত করা হয়। ঊর্ধ্বতনরা এ বিষয়ে কেউ কিছুই জানেন না। এত কম সময়ে এমন একটি আন্তর্জাতিক সম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব নয় বলেই তাদের সম্মেলন আয়োজনের অনুমতি দেওয়া যায়নি। তবে সময় নিয়ে আয়োজন করতে চাইলে পুলিশ অনুমতি দেবে। আইজিপি একেএম শহীদুল হক বলেন, এ ধরনের কোনো সম্মেলন আয়োজনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সম্মিলিত সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আয়োজক সংস্থার চাহিদা পূরণ করা হয়। কিন্তু মাত্র তিন দিন আগে এমন একটি অনুষ্ঠান আয়োজনের কথা বলে নিরাপত্তা চাইলে তা দেওয়া সম্ভব নয়। তারা ঢাকা জেলার এসপির কাছে সম্মেলনের নিরাপত্তা চেয়েছেন। এসপি তাদের জানিয়েছেন, এত বড় অনুষ্ঠানের নিরাপত্তা তিনি একা দিতে পারবেন না। প্রস্তুতির জন্য সময় লাগবে। অথচ এখন তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন সরকার তাদের সম্মেলন বন্ধ করে দিয়েছে। এটা সত্য নয়। সরকার বন্ধ করেনি। তাদের অনুষ্ঠানের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানে না। তারা সবাইকে অন্ধকারে রেখেছিল। আইজিপি বলেন, বাংলাদেশে একটার পর একটা আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কয়েক মাস আগেও আমরা ইন্টার পার্লামেন্ট ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন করলাম। চিফ অব পুলিশ কনফারেন্সও করেছি। এ ধরনের ইভেন্টের নিরাপত্তা দেওয়ার মতো সক্ষমতাও রয়েছে বাংলাদেশ পুলিশের। কিন্তু তার জন্য প্রস্তুতির দরকার। কাল (আজ) থেকে আন্তর্জাতিক পানি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য আমরা এক মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। আন্তর্জাতিক ইভেন্টের ব্যাপারে হাই সিকিউরিটি নিশ্চিত করতে অনেক আগে থেকে প্রস্তুতি নিতে হয়। ইউনূস সেন্টারের বক্তব্য : অন্যদিকে গতকাল ইউনূস সেন্টারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে-অনিবার্য কারণবশত আমরা সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সপ্তম আন্তর্জাতিক সম্মেলন বাতিল ঘোষণা করছি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT