রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
নির্মম হামলা' করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া
প্রকাশ: ০৫:৪৫ pm ২০-০৮-২০১৭ হালনাগাদ: ০৫:৪৬ pm ২০-০৮-২০১৭
 
 
 


যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে 'নির্মম হামলা' করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২০ আগস্ট) উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, "তাদের বেপরোয়া আচরণ পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত পারমানবিক যুদ্ধের দিকে নিয়ে যাবে।" পিয়ংইয়ং আরো ঘোষণা দিয়েছে যে, তাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রে যেকোনো সময়, যেকোনো স্থানে নির্মমভাবে হামলা করতে পারে। এবং যুক্তরাষ্ট্র সেটা কোনোভাবেই এড়াতে পারবে না। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন রোববার এক সম্পাদকীয়তে এই হুঁশিয়ারি দিয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরীয় মার্কিন বিমান ঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয় পিয়ংইয়ং। পরবর্তীতে তার স্থগিত করলেও উত্তর কোরিয়া শীর্ষ নেতা কিম জং-উন বলেন, ক্ষেপণাস্ত্র হামলার আগে তিনি যুক্তরাষ্ট্রের আচরণ পর্যবেক্ষণ করবেন। এদিকে মার্কিন সামরিক বাহিনী এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সোমবারেই (২১ আগস্ট) সামরিক মহড়া শুরু হবে। যদিও যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই সামরিক মহড়া সম্পূর্ণ নিজেদের প্রতিরক্ষা সম্পর্কিত। কিন্তু পিয়ংইয়ং একে সামরিক আগ্রাসনের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছে। এর আগে উত্তর কোরিয়া ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের বিদ্বেষী নীতি এবং হামলা চালানোর হুমকির কারণে পারমানবিক অস্ত্র তৈরি করতে বাধ্য হয়েছে পিয়ংইয়ং। দেশটি আরও বলেছে, যুক্তরাষ্ট্র যাতে পরমাণু যুদ্ধ শুরু করতে না পারে সেজন্য আত্মরক্ষার স্বার্থে অস্ত্র তৈরি করেছে দেশটি।

সূত্র: সিএনএন

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT