দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে ১৩০ রানেই গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ল বিরাট বাহিনী। ২০৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৩৫ রানে শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। একদিন বাকি থাকতেই ৭২ রানে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ভাগ্যিস তৃতীয় দিনে বৃষ্টির কারণে খেলা হয়নি। নতুবা তিনদিনেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যেতে পারত ভারত। সোমবার (৮ জানুয়ারি) ২০৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে তাদের সবকটি উইকেট হারিয়ে ভারত মাত্র ১৩৫ রান করতে পারে। আর তাতেই ৭২ রানের জয় দিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজ শুরু করেছে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ৩টি ও পরের ইনিংসে ৬টি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২৮৬ ও ১৩০।
ভারত : ২০৯ ও ১৩৫।
ফল : দক্ষিণ আফ্রিকা ৭২ রানে জয়ী।
ম্যাচসেরা : ভারনন ফিলান্ডার।
সিরিজ : দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে।