শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি
প্রকাশ: ০৩:০৪ pm ০৬-০৫-২০১৭ হালনাগাদ: ০৩:১২ pm ০৬-০৫-২০১৭
 
 
 


বুয়েনস আইরেসে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ের ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে মেসিকে চারটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করে ফিফা। বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে তিনি খেলতে পারেননি।
আর্জেন্টিনার আপিলের পর শুনানি শেষে শুক্রবার ফিফার আপিল কমিটি শাস্তি তুলে নেয়। তারা জানায়, মেসির বিরুদ্ধে তথ্য-প্রমাণ যথেষ্ট নয়।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় খেলতে পারবেন মেসি। রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনা শেষ ম্যাচটি খেলবে একুয়েডরের বিপক্ষে।
দক্ষিণ আমেরিকা থেকে পয়েন্ট টেবিলের প্রথম চার দল সরাসরি রাশিয়ায় যাবে। পঞ্চম স্থানের দলটিকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলটির সঙ্গে।
বৃহস্পতিবার ফিফার শুনানির পর লিওনেল মেসির আইনজীবীরা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়ে আশাবাদের কথা জানিয়েছিলেন।
মেসিকে দেওয়া ১০ হাজার সুই ফ্রাঁ জরিমানাও প্রত্যাহার করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT