কানাডীয় পপ স্টার জাস্টিন বিবারকে চীন নিষিদ্ধ ঘোষণা করেছে। বেইজিংয়ের সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে বলেছে, যেসব সাংস্কৃতিক ব্যক্তিত্ব খারাপ ব্যবহার করে থাকে তাদের এ দেশে প্রবেশাধিকার দেয়া অনুচিত। বিবৃতিতে বলা হয়, "জাস্টিন বিবার একজন অসাধারন গায়ক। পাশাপাশি তিনি একজন বিতর্কিত বিদেশি গায়কও।" মূলত সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবহারকারী এক ব্যক্তির প্রশ্নের জবাবে এ বিবৃতি প্রদান করা হয়। সেখানো আরো বলা হয়, "আমরা আশা করি জাস্টিন বিবার মানসিকভাবে পরিপক্ক হয়ে উঠবে, তার কথাবার্তা এবং কার্যকলাপে উন্নতি সাধন করবে এবং সত্যিকারভাবে জনগণের ভালবাসার মানুষ হয়ে উঠবে।" এর আগেও এশিয়াতে কনসার্ট করতে এসে বিতর্কিত হয়েছেন আন্তর্জাতিক এ তারকা। বিবার ২০১৪ সালে টোকিওর বিতর্কিত একটি ধর্মীয় স্থানে দর্শন করেন এবং সেখানকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হন তিনি। আগামী সেপ্টেম্বর মাস থেকে ওয়ার্ল্ড ট্যুরে পারফর্ম করবেন জাস্টিন বিবার। এর অংশ হিসেবে জাপান, হংকং, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়াতে গাইবেন তিনি। সূত্র: বিবিসি