ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার (০৮ অক্টোবর) পরীক্ষার ফল প্রকাশের দাবিতে সকাল সোয়া ৯টার দিকে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এর আগেও তারা বিভিন্ন দাবিতে কয়েকদফা আন্দোলন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।
চলতি বছরের জুলাইতে সাত কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার সূচি ঘোষণার দাবিতে আন্দোলনে নামে। গত ২০ জুলাই বিক্ষোভ চলাকালে শাহবাগে পুলিশের টিয়ারশেলের আঘাতে দুই চোখ হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান।