ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি দাঙ্গা বাঁধানোর চেষ্টার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জামায়াতে ইসলামীর লোকজনকে দায়ী করেছেন। বসিরহাট-বাদুরিয়াতে সাম্প্রতিক হিন্দু-মুসলিম দাঙ্গাতে বাংলাদেশের জামায়াতের হাত ছিল বলে মমতা অভিযোগ করেছেন। তিনি বলেন, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফই সাতক্ষীরা সীমান্ত দিয়ে জামাতের লোকদেরকে রাজ্যে ঢুকতে দিয়েছে। মমতা আরো বলেন, "কি করে সাতক্ষীরা দিয়ে লোক ঢুকলো? দাঙ্গা ঘটানোর চেষ্টা হয়েছিল। এখানকার লোকজন ভালো বলে আমরা করতে দিইনি। কারা খুলে দিয়েছিল সব কাগজপত্র আমাদের কাছে আছে।" ভারতের হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করে থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলাদেশের জামায়াতে ইসলামী বা নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবিকে পশ্চিমবঙ্গে প্রশ্রয় দিয়ে আসছেন। তবে মমতার এই নতুন অভিযোগে ক্ষমতাসীন বিজেপিও বিস্মিত। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে দাঙ্গার জন্য কেন হঠাৎ জামায়াতের দিকে আঙুল তুলছে? পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এর জবাবে বলেন, "ঘটনা সত্যি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কেন্দ্রীয় সরকারকে জানানো উচিত ছিল। উনি চালাকি করে দোষটাকে অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন।" সূত্র: বিবিসি বাংলা