শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
‘সেরা বাঙালি’ পুরস্কার নিতে কলকাতায় মাশরাফি
প্রকাশ: ১০:৩৬ am ২৯-০৭-২০১৭ হালনাগাদ: ১০:৩৯ am ২৯-০৭-২০১৭
 
 
 


‘সেরা বাঙালি’ খেলোয়াড়ের পুরস্কার নিতে কলকাতা গেছেন মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে কলকাতার উদ্দেশে রওনা  দেন তিনি। সপরিবারেই কলকাতা গেছেন মাশরাফি। ৩ আগস্ট ঢাকায় ফিরবেন। এই সময়ের মধ্যে মেয়ে হুমায়রা মর্তুজার চোখের চিকিৎসাও করাবেন বলে জানিয়েছেন মাশরাফি নিজেই। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ। চলতি বছর সংস্থাটির সেরা বাঙালি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাশরাফি। শনিবার (২৯ জুলাই) জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী হাতে তুলেছিলেন এই খেতাব। ২০১২ সালে খেতাবটি পেয়েছিলেন আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও পুরস্কার হাতে তোলেন। অন্যদের মধ্যে নোবেলবিজয়ী ড. মুহম্মদ ইউনূসও পুরষ্কারটি হাতে তুলেছিলেন। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডেতে টানা ৬টি হোম সিরিজ জেতে। তার বলিষ্ঠ নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ছাড়া চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছায় লাল-সবুজরা। ২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে ফিরে দলকে বদলে দিয়েছেন মাশরাফি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT