শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
পাসপোর্ট পেতে ৫৫.২% শতাংশ মানুষ অনিয়ম ও দুর্নীতির শিকার
প্রকাশ: ০১:৩৬ pm ২১-০৮-২০১৭ হালনাগাদ: ০১:৩৯ pm ২১-০৮-২০১৭
 
 
 


পাসপোর্ট পেতে ৫৫.২% শতাংশ মানুষ অনিয়ম ও দুর্নীতির শিকার । এ কথা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) । সোমবার (২১ আগস্ট) দুপুরে ধানমন্ডির টিআইবির কার্যালয় 'পাসপোর্ট সেবায় চ্যালেঞ্জ ও করনীয়' শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৬৭টি পাসপোর্ট অফিসের মধ্যে ২৬টি অফিসে গিয়ে ১৪৫৩ জনের ওপর জরিপ পরিচালনা করে এই তথ্য পাওয়া গেছে । ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের মে মাস পর্যন্ত গবেষণা করে এ প্রতিবেদন তৈরি করা হয়। পাসপোর্ট পেতে ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ প্রদান হয়েছে ৭৬.১ শতাংশ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন এডভোকেট সুলতানা কামাল । ‌‌টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও সাবেক সভাপতি হাফিজুর রহমান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT