চেলসি ছেড়ে আবারো পুরানো ঠিকানা অ্যাতলেটিকো মাদ্রিদে ফিরছেন দলটির স্প্যানিশ স্ট্রাইকার দিয়াগো কস্তা। আর কস্তার চুক্তির ব্যাপারে একটি ঐক্যমতে পৌঁছেছে ক্লাব দুটি।
২০১৪ সালে ৩২ মিলিয়ন ডলারের অ্যাতলেটিকো থেকে স্ট্যামফোর্ড ব্রিজে কস্তাকে উড়িয়ে এনেছিলেন চেলসির তৎকালীন কোচ হোসে মরিনহো। ব্লু'দের হয়ে এ পর্যন্ত খেলা ১২০ ম্যাচে কস্তা করেছেন ৫৯ গোল। তবে ২০১৫ সালে মরিনহো চেলসি ছেড়ে যাওয়ার সাথে সাথে কপাল পোড়ে কস্তার। নতুন কোচ অ্যান্তনিও কন্তের সঙ্গে সম্পর্কটা একেবারেই ভালো যাচ্ছে না তার। এবারের মৌসুমে ব্লু'দের হয়ে মাঠেই নামা হয়নি ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের। তাইতো আবারো পুরানো ঠিকানা অ্যাতলেটিকোতে ফিরছেন কস্তা। জানা গেছে অ্যাতলেটিকোর হয়ে আগামী কয়েক দিনের মধ্যেই মেডিকেল সম্পন্ন হবে তার।