প্রায় দুই সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দর কিছুটা বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সব ধরনের সোনার দাম ভরিপ্রতি দেড় হাজার টাকার বেশি বাড়াতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে নতুন এই দর আগামীকাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা। জুয়েলার্স সমিতি জানান, সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। আগের মতোই ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।