ফিফা কনফেডারেশন্স কাপের প্রথম ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৩-২ গোলে হেরেছে অস্ট্রেলিয়া। ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই আধিপত্য দেখিয়ে খেলতে থাকে জার্মানি। ৫ মিনিটে স্টিনডলের গোলে এগিয়ে যায় দলটি। ৪১ মিনিটে টমাস রজিক সমতায় ফেরান অস্ট্রেলিয়াকে। তবে ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে আবার লিড এনে দেন ড্রাক্সলার। বিরতির পর ৪৮ মিনিটে লিওন গোরেটজকা গোল করে জার্মানদের লিড পায় ৩-১ গোলের। টমিসলাভ জুরিখের গোলে আবারও ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি অজিরা।