শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত এই দলবদল
প্রকাশ: ০২:৫১ pm ০৩-০৮-২০১৭ হালনাগাদ: ০২:৫৭ pm ০৩-০৮-২০১৭
 
 
 


ফুটবল দুনিয়ার খবর এখন একটাই! আর সেটি হলো নেইমারকে ঘিরে। বেশ কিছুদিন ধরে বাতাসে উড়তে থাকা গুঞ্জনকে সত্যি প্রমাণ করে গতকাল (বুধবার) চূড়ান্ত হয়ে গেল নেইমারের বার্সেলোনা ছাড়া। ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত এই দলবদল এখন শুধু সময়ের অপেক্ষা। বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের 'তকমা'টা এখন নেইমারের দখলে। পিএসজিতে নেইমার পাবেন আরও অনেক কিছু। ক্লাবটিতে নেইমারের মূল বেতনই হবে ৩০ মিলিয়ন ইউরো, যা বার্সেলোনায় তাঁর বেতনের প্রায় দ্বিগুণ! নেইমারকে দিয়েই দলবদলটা করাবে পিএসজি। আর সেটি করতে পারলে নেইমারকে ৪০ মিলিয়ন ইউরো 'সাইনিং বোনাস' দেবে পিএসজি। পিএসজি বোর্ডের মালিকানাধীন যত হোটেল আছে, সেসবের আয় থেকে একটা নির্দিষ্ট হারে অর্থ পাবেন। ইচ্ছা হলেই ব্রাজিলে যাওয়ার জন্য পাবেন একটা ব্যক্তিগত জেটবিমান। দলবদলের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বার্সা থেকে পিএসজিতে যাচ্ছেন নেইমার।

ফুটবলের সবচেয়ে দামি পাঁচ দলবদল উল্লেখ করা হল: 

নেইমার                        বার্সেলোনা থেকে পিএসজি             ২২২ মিলিয়ন
পল পগবা                      জুভেন্টাস থেকে ম্যান. ইউ             ১০৫ মিলিয়ন
গ্যারেথ বেল                    টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদ         ১০০ মিলিয়ন
ক্রিস্টিয়ানো রোনালদো        ম্যান. ইউ থেকে রিয়াল মাদ্রিদ          ৯৪ মিলিয়ন
গঞ্জালো হিগুয়েইন             নাপোলি থেকে জুভেন্টাস                 ৯০ মিলিয়ন           

নেইমারের পিএসজিতে চলে যাওয়ার মধ্য দিয়ে বার্সা শিবিরের 'এমএসএন'-এর সমাপ্তি ঘটলো। সেই সঙ্গে ফাটল ধরলো অনেকের চোখে সর্বকালের অন্যতম সেরা আক্রমণত্রয়ী—এমএসএন'র। গত তিন বছরে এই ত্রিফলার অর্জন ৩৬৪ গোল, ১৭১ অ্যাসিস্ট এবং ৯টি ট্রফি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT