বরিশালের বানারীপাড়া উপজেলায় যাত্রীবাহী ও মালবাহী দুটি ট্রলারের সংঘর্ষে ১৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন দুলাল চাটকী নামের এক যাত্রী।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, যাত্রীবাহী একটি ট্রলার বানারীপাড়া ফেরিঘাট থেকে বাংলাবাজার যাওয়ার পথে অপর একটি ট্রলার হঠাৎ সেটিকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীবাহী ওই ট্রলার থেকে ১৩ যাত্রী নদীতে পড়ে যায়। সব যাত্রী উপরে উঠতে পারলেও দুলাল চাটকী নামের এক যাত্রী নদী থেকে উঠতে পারেনি।
বানারীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নুরুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।
বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ট্রলার দুটি আমাদের হেফাজতে রয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’