বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বাংলাদেশিদের ওমানে রাস্তা পারাপারে সতর্ক
প্রকাশ: ০৫:৪১ pm ০১-০৩-২০১৭ হালনাগাদ: ০৫:৪৫ pm ০১-০৩-২০১৭
 
 
 


 বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের রাস্তা পারাপারে সতর্ক করেছে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রতি বছর ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। তাই রাস্তা পারাপারের সময় নিজ দেশের অভিবাসীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

ওমানের মাস্কটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ১০০ জন মানুষ নিহত হওয়ার ঘটনা রেকর্ড করেছে। এর বেশির ভাগই শিকারে পরিণত হয়েছেন বাংলাদেশিরা। ২০১৬ সালের প্রথম ১১ মাসে সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা ৯.৩ ভাগ।

আগের বছরের একই সময়ের তুলনায় এর বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এ সময়ে সড়ক দুর্ঘটনায় ২২৩ জন অভিবাসী নিহত হয়েছেন। এর মধ্যে ২৯ জনই নারী।

বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগের কাউন্সেলর জাহেদ আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনায় এসব মৃত্যু ছাড়াও আমরা ৪৫টি মৃত্যুর ঘটনা রেকর্ড করেছি। এসব মৃত্যু স্বাভাবিক নয়। তবে ওমানে বসবাসকারী প্রায় ২৩৫ জন বাংলাদেশির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে ২০১৬ সালে ওমানে প্রায় ৩৮০ জন বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন। ২০১৫ সালে এ সংখ্যা ছিল প্রায় ৩৪০।

সূত্র মতে, ২০১৬ সালের শেষ নাগাদ ওমানে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা অন্য সব দেশকে ছাড়িয়ে গেছে। সেখানে বাংলাদেশির সংখ্যা ৬৯৮৮৮১ জন। ভারতীয় রয়েছেন ৬৮৯৬৬০ জন। পাকিস্তানি রয়েছেন ২৩২৪২৬ জন। গত তিন বছরে বাংলাদেশির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৯৭৬৮৮ জন। ভারতীয়র সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৯১৪২৬ জন।

রাস্তা পারাপারের সময় বাংলাদেশিদের সতর্ক হওয়ার জন্য আমরা নিয়মিত লিফলেট বিতরণ করছি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT