বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক মালয়েশিয়ায় গ্রেফতার
প্রকাশ: ০২:৪৮ pm ২৬-১২-২০১৭ হালনাগাদ: ০২:৫১ pm ২৬-১২-২০১৭
 
 
 


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান 'বাংলাদেশী নাইট' এ অংশ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক এবং তার সহকারী। দুইজনকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কোন মামলা দায়ের হয়নি। রোববার (২৪ ডিসেম্বর) রাতে পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর ব্যক্তির নাম মোহাম্মদ মিরাজ।

বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম। হাই কমিশনার ইসলাম বলেছেন, "পুলিশ সুনির্দিষ্ট অভিযোগে অনন্য মামুন নামে ওই চলচ্চিত্র পরিচালককে গ্রেপ্তার করেছে।" তারা শুনেছেন, ঐ অনুষ্ঠানের জন্য যাওয়া ৫৭ জন মানুষকে অবৈধভাবে মালয়েশিয়াতে নিয়ে গেছেন এমন সন্দেহে ওই পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। সেই ৫৭ জন ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ইসলাম বলেছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। তবে, গত তিনদিন সেখানে সরকারি ছুটির পর মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে কাজকর্ম শুরু হয়েছে। সে কারণে আজ পরের দিকে এ বিষয়ে আরো জানা যাবে বলে তিনি জানিয়েছেন। ইসলাম জানিয়েছেন, মালয়েশিয়াতে বাংলাদেশ নাইটের মত সাংস্কৃতিক অনুষ্ঠান খুব কমই অনুষ্ঠিত হয়ে থাকে। ফলে এ ধরণের অনুষ্ঠানে গিয়ে কেউ হুট করে গ্রেফতার হলে সেটা অস্বস্তির কারণ হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT