রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বিজয় দিবস উদযাপিত হলো মাদ্রিদের বাংলাদেশ দূতাবাসে
প্রকাশ: ০৩:১২ pm ১৭-১২-২০১৬ হালনাগাদ: ০৩:১৪ pm ১৭-১২-২০১৬
 
 
 


যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিজয় উৎসব পালন করেছে স্পেনের মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে দূতাবাসের উদ্যাগে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।

স্থানীয় সময় ১৬ ডিসেম্বর বিকেল ৬টায় অনুষ্ঠানের প্রথম অংশে পর্যায়ক্রমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এব রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান দ্রুতাবাসের হেড অব চ্যান্সলারি হারুন আল রশিদ, কমার্স কাউন্সিলার নাভিদ শাফিউল্লাহ এবং প্রথম শ্রমসচিব শরিফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, "আমাদের একটি স্বপ্ন ও সাহস নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল। নতুন প্রজম্মকে অর্জিত দেশকে আগামীর পথে নিয়ে যেতে দেশপ্রেমের ভিত্তিতে গড়ে তোলাই হোক আজকের দিনের দৃপ্ত শপথ। " তিনি বলেন, "কারো দয়ায় নয়, রক্ত দিয়ে কিনেছি আমরা আমাদের এই দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে জন্ম নেওয়া দেশটি তাঁর মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে এখন দুর্বার গতিতে উন্নত বিশ্বের তালিকার দিকে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারবে না। প্রত্যেকটি সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা রুদ্ধ করতে মৌলবাদী চক্র বিষবাষ্প ছড়াচ্ছে। সজাগ থাকতে হবে যাতে কোনো অপশক্তি মাথাচাড়া দিতে না পারে। "

অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি কাজি এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক সভাপতি আলম মামু্‌ন, আওয়ামী লীগ নেতা দুলাল সাফা, আব্দুল কাইউম সেলিম, মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, এ কে এম জহিরুল ইসলাম, আব্দুর রহমান, রিজভি আলম, জসীম উদ্দীন, ইসলাম উদ্দিন, দবির তালুকদার, মো. জাকির হোসেন, আ. কাদির, আকতার হোসেন, রুবেল খাঁন, ইকবাল হোসেন, ফারুক আহমেদ মবিন, মো. হাসানুজ্জামান, অ্যাড. তারিক হোসেন, ফয়সাল ইসলাম, ইব্রাহিম খলিল, আইয়ুব আলী সোহাগ, আমিনুল ইসলাম, সায়েম সরকার, তাপস দেবনাথ, শামীম আহমেদ, ইফতেখার আলম, কামরুজ্জামান মাসুম, মাহাবুবুল আলম বকুল, ওলিউর রহমা প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন দূতাবাস কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ ছাড়া বাইবেল ও গীতা পাঠ করে শোনান শিল্পী প্যারেস ও তাপস দেবনাথ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সব শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং  জাতীয় চার নেতা স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শিল্পীরা মহান স্বাধীনতা যুদ্ধের সময় রচিত বেশ কিছু দেশাত্মবোধক গান পরিবেশন করেন।  

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT