শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বিয়ের পিঁড়িতে বসলেন তাসকিন আহমেদ
প্রকাশ: ১২:৩৩ pm ০১-১১-২০১৭ হালনাগাদ: ১২:৩৫ pm ০১-১১-২০১৭
 
 
 


 দক্ষিণ আফ্রিকা সফরে থাকার সময়ই বিয়ের জন্য তৈরি হচ্ছিলেন তাসকিন আহমেদ। দেশে ফেরার পর একমুহূর্তও দেরি করেননি ডানহাতি এই পেসার। মঙ্গলবার সকালে দেশে ফেরার পর রাতেই বসে গেছেন বিয়ের পিঁড়িতে।

দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে এলেও বিশ্রামের সুযোগ পাবেন না তাসকিন। আর কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে বিপিএল। তাই দেশে ফেরার দিনটিকেই তিনি বেছে নিয়েছেন বিয়ের দিন হিসেবে।

নতুন এই জীবনে তাসকিন জুটি গড়েছেন দীর্ঘদিনের বন্ধু সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে। তাসকিনের স্ত্রী নাঈমা এখন পড়াশোনা করছেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বছরখানেক আগে তাঁদের বাগদানও সম্পন্ন হয়েছিল।

দক্ষিণ আফ্রিকা সফরে গিযে অবশ্য সময়টা ভালো কাটেনি তাসকিনের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট পাঁচটি ম্যাচ খেলে তাসকিন শিকার করতে পেরেছেন মাত্র দুটি উইকেট। 

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ৩২টি ওয়ানডে খেলে তাসকিন নিয়েছেন ৪৫টি উইকেট। টেস্ট খেলেছেন পাঁচটি। এখানে তাঁর সংগ্রহ সাতটি উইকেট। আর ১৭টি টি-টোয়েন্ট ম্যাচ খেলে তাসকিন নিয়েছেন ১০টি উইকেট।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT