ক্যারিয়ারে শেষবারের মতো প্রিয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ঝড় তোলার টার্গেট নিয়েই ট্র্যাকে পা রেখেছিলেন জ্যামাইকান গতি মানব উসাইন বোল্ট। বিজয়ীর বেশে এ গতিমানবকে বিদায় জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরাও। কিন্তু হটাৎ যেন উল্টে গেল পুরো গণেশ। বোল্টের বিদায়ী মঞ্চে বিজয়ীর হাসি হাসলেন অন্য আরেক গতি মানব। তিনি আর কেউ নন। ক্যারিয়ারের বড় অংশ জুড়ে বোল্টের ছায়ার আড়ালে থাকা যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। ওর্য়াল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারের শেষ ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক হাতছাড়া করলেন উসাইন বোল্ট। শনিবার (০৫ আগস্ট) রাতে লন্ডন স্টেডিয়ামে বোল্টকে পেছনে ফেলে স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন। দ্বিতীয় হয়েছেন ২১ বছর বয়সী গ্যাটলিনের স্বদেশী ক্রিশ্চিয়ান কোলম্যান। ফাইনালে শুরুটা মোটেও ভাল হয়নি ৩০ বছর বয়সী বোল্টের। সে সুযোগটাই লুফে নিলেন ৩৫ বছর বয়সী গ্যাটলিন। দেখালেন দৌড়ের কাছে বয়স কোনো ব্যাপার না। আসল ক্ষমতা হলো ফিটনেস। ৯ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে জিতে নিলেন স্বর্ণপদক। এরপরই ৯ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হলেন গ্যাটলিনের স্বদেশি ক্রিশ্চিয়ান কোলম্যান। আর ক্যারিয়ারে শেষ বেলায় এসে ৯ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে প্রথমবারের মতো তৃতীয় হওয়ার তিক্ত স্বাদ পেলেন গতির রাজা খ্যাত উসাইন বোল্ট। জেতার কথা ছিল বৈশ্বিক প্রতিযোগিতার ২০তম স্বর্ণপদক। কিন্তু আক্ষেপ নিয়ে ক্যারিয়ারের ইতি টানলেন অ্যাথলেটিকসের এ জীবন্ত কিংবদন্তী।