গত এপ্রিল থেকেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল। তবে ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে টপকে আবারও শীর্ষে চলে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে ব্রাজিল ও পর্তুগালের পর চতুর্থ স্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১৬ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তিনে ওঠে এসেছে। যথারীতি অবনতি ধরে রেখে র্যাঙ্কিংয়ে আরও সাত ধাপ পিছিয়ে ১৯৬ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। ১০ ধাপ পিছিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সবার ওপরের দেশ হিসেবে প্রতিবেশী দেশ ভারত ১০৭ নম্বরে অবস্থান করছে।