ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কথিত গোলাগুলির সময় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় নিজেদের চার সদস্য হাওয়ার কথাও জানানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি জানিয়ে বলেছেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ দাবি করেছে, গতকাল রাতে টহলের সময় টিঘরিয়া গ্রামে মুখোশধারী ১৫-২০ জন ‘ডাকাত’ পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই এক মুখোশধারী ‘ডাকাত’ নিহত হয়। পুলিশ অন্তত ১৫টি গুলি চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, তিনটি গুলি, দুটি রামদা উদ্ধার করেছে।
গোলাগুলিতে আহত পুলিশ সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দিন ও ফারুক এবং কনস্টেবল নুরুল ইসলাম ও হোসেন খান।