ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে বড় একটা ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রীতি ম্যাচে ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়েন জিদানের শিষ্যরা। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে গতকাল (বুধবার) রাতের ওই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে সিটি। তিনটি গোলেই ভূমিকা ছিল কেভিন ডি ব্রুইনের। অন্যদিকে, রিয়ালের হয়ে ব্যবধান কমান অস্কার রদ্রিগেস। আগামী শনিবার মায়ামিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের আগে সিটির সঙ্গে বিশাল ব্যবধানের এই হার একটু হলেও বিচলিত করবে জিদানকে, এ কথা বলাই যায়।