সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও তাঁর রুদ্রমূর্তি দেখেছেন বাংলাদেশের বোলাররা। ড্র হওয়া গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি। সেঞ্চুরি করেন কলম্বোর পরের টেস্টেও। সেই কুমার সাঙ্গাকারা এবার নেই শ্রীলঙ্কা দলে। নেই মাহেলা জয়াবর্ধনেও। বাংলাদেশের বোলাররা নিশ্চয়ই স্বস্তি নিয়েই উড়ে গেছেন কলম্বোয়।
বাংলাদেশের বিপক্ষে মোট ১৫টি টেস্ট খেলে সাঙ্গাকারার সেঞ্চুরি সাতটি, যার দুটি ডাবল আর একটি ট্রিপল। এর মধ্যে দুটি ডাবল সেঞ্চুরিসহ পাঁচটিই দেশের মাটিতে। আরও ভয়ংকর তথ্য, এই সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরিগুলো তিনি করেছেন দেশের মাটিতে পর পর পাঁচটি টেস্ট ইনিংসে। কম যাননি জয়াবর্ধনেও। ১৩ টেস্ট খেলে বাংলাদেশের বিপক্ষে করা তাঁর পাঁচ সেঞ্চুরির তিনটিই শ্রীলঙ্কার মাটিতে।
এবার তো শ্রীলঙ্কায় সাঙ্গাকারা-জয়াবর্ধনে নেই, তাঁর হাসিতেই ফুটে উঠল স্বস্তিটা, সাঙ্গাকারা অনেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান ছিলেন।। শ্রীলঙ্কানদের মধ্যে যে অনেক ভক্তও আছে তাঁর, ‘এর আগে একবারই শ্রীলঙ্কা গেছি, তা-ও ঘুরতে। ওই যখন বোলিং অ্যাকশনের জন্য বহিষ্কৃত ছিলাম, তখন। শ্রীলঙ্কার মানুষ দেখলাম আমাকে খুব সাহস-টাহস দিল। বলেছিল, তুমি দ্রুতই ফিরে আসবে।’
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা খেলার সফরসূচি:
২-৩ মার্চ ২ দিনের প্রস্তুতি ম্যাচ মোরাতুয়া
৭-১১ মার্চ ১ম টেস্ট গল
১৫-১৯ মার্চ ২য় টেস্ট কলম্বো (পি সারা)
২২ মার্চ এক দিনের প্রস্তুতি ম্যাচ কলম্বো
২৫ মার্চ ১ম ওয়ানডে (দি/রা) ডাম্বুলা
২৮ মার্চ ২য় ওয়ানডে (দি/রা) ডাম্বুলা
১ এপ্রিল ৩য় ওয়ানডে কলম্বো (এসএসসি)
৪ এপ্রিল ১ম টি-টোয়েন্টি কলম্বো (প্রেমাদাসা)
৬ এপ্রিল ২য় টি-টোয়েন্টি কলম্বো (প্রেমাদাসা)