শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মশা মারতে এবার ‘গাপ্পি’ মাছের শরণাপন্ন ডিএসসিসি
প্রকাশ: ০৯:৫১ am ০৮-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৫৬ am ০৮-০৮-২০১৭
 
 
 


মশা নিধনে এবার ‘গাপ্পি’ নামক বিশেষ এক মাছের শরণাপন্ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ মাছ ড্রেন ও নর্দমায় জন্ম নেওয়া মশা ও মশার লার্ভা ধ্বংস করবে। খবরটি জানিয়ে সংস্থার মেয়র সাঈদ খোকন বলেছেন, ডিএসসিসিতে ৪৫০ কিলোমিটার ড্রেন ও নর্দমা রয়েছে। এতে জন্ম নেওয়া মশা ও তার লার্ভা ধ্বংস করতে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করা হবে। এই মাছ দৈনিক ৫০টি মশার লার্ভা খেতে সক্ষম। এতে প্রায় ১৫ লাখ পোনা দরকার হবে। আমরা প্রাকৃতিক উপায়ে মশা ধ্বংস করতে যা যা করার করব বলে জানান তিনি। রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ’ বিষয়ক এক সেমিনারে মেয়র এ কথা জানান। স্টামফোর্ড ইউনিভার্সিটির বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলী নকী, উপ-উপাচার্য অধ্যাপক ড. কে মউদুদ ইলাহী, একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. গুলশান আরা প্রমুখ। অনুষ্ঠান শেষে মেয়র গাপ্পি মাছ অবমুক্ত করেন। ডিএসসিসি মেয়র বলেন, আমাদের প্রচেষ্টায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এসেছে। ঘোষণা অনুযায়ী আড়াই হাজার বাসায় গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। এ ছাড়া ৩১ জুলাই থেকে এ পর্যন্ত ১ হাজার ৫৭৭ জন রোগীকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। এদিকে নর্দমার মশা মারতে ‘গাপ্পি’ ছাড়া হলেও তা চিকুনগুনিয়ার বাহক মশা প্রতিরোধে কাজ করবে কি না সে নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, নর্দমার মশার লার্ভা ধ্বংস করতে ‘গাপ্পি’ ছাড়া হবে। কিন্তু চিকুনগুনিয়া, ডেঙ্গুর বাহক এডিস মশা তো আর নর্দমায় জন্মায় না। বাসা-বাড়ির ফুলের টব. ভাঙা পাত্রসহ বিভিন্ন জায়গায় জমে থাকা স্বচ্ছ পানিতে এ মশা বাড়ে। কাজেই এ মাছ দিয়ে চিকুনগুনিয়া বা ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় বলে মত দিয়েছেন তারা। যদিও ডিএসসিসি মেয়রের দাবি, ‘গাপ্পি’ দিয়ে এডিস মশাও নিয়ন্ত্রণ করা যাবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, শুধু এডিস মশা ঠেকানোর জন্যই এ প্রকল্প নয়। এ উদ্যোগ মূলত সার্বিকভাবে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের জন্য। তবে কিছু বিশেষজ্ঞের মতে, এডিস মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই গাপ্পি মাছ ছাড়াটা সহায়ক হতে পারে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT