শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
বড়শিতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বোয়াল
প্রকাশ: ১২:০২ pm ২৯-০১-২০১৮ হালনাগাদ: ১২:০৪ pm ২৯-০১-২০১৮
 
 
 


কুষ্টিয়া : কুষ্টিয়ার গড়াই নদীতে ১০ কেজি ওজনের বোয়াল মাছ বড়শিতে ধরা পড়েছে। 
সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের বাসিন্দা মৎস্যজীবী মছলেম আলী বড়শিতে বিশাল আকৃতির এ মাছটি ধরা পড়ে।
জানা যায়, গড়াই নদীর কুমারখালী উপজেলা চাপড়া গ্রামের গড়ায় নদীতে মাছ শিকারের জন্য আসে। 
এলাকায় রোববার দুপুরে বড়শি ফেলেন মছলেম আলী।
রাত ৮টার দিকে একটি মাছ বড়শির টোপ গেলে। মাছটির ওজন ১০ কেজি। 
মছলেম আলী বলেন, কৃষি কাজই আমার পেশা। এর ফাকে ফাকে সময় পেলে বড়শি (ছিপ) নিয়ে বিভিন্ন জায়গায় মাছ শিকারে করতে যায়। তিনি বলেন, দুপুর থেকে মাছ শিকার করতে আসলেও কোন মাছ না পেলেও আমি হতাশ হইনি। বরং রাত ৮টার দিকে মাছটি পেয়ে আমি আনন্দে উদ্বলিত হই। 
১০ কেজি ওজনের বোয়াল মাছ শিকারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভীড় জমায়। 


এস এম জামাল, কুষ্টিয়া থেকে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT