শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মহারণের ম্যাচে নামছে রিয়াল-বার্সা
প্রকাশ: ১২:০০ am ০৩-১২-২০১৬ হালনাগাদ: ১১:২০ am ০৩-১২-২০১৬
 
 
 


আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। লা লিগায় মুখোমুখি হবে স্পেনের শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

আর এল ক্লাসিকো মহারণ মানেই ফুটবলপ্রেমীদের কাছে উত্তেজনার বারুদে ঠাসা এক ম্যাচ। যে ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদও এখন তুঙ্গে।

বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ৯টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে সনি সিক্স চ্যানেল।

এল ক্লাসিকো মানে শুধু রিয়াল-বার্সার দ্বৈরথ নয়, এল ক্লাসিকো মানে মেসি-রোনালদোর দ্বৈরথও। মৌসুমের শুরুতে ম্লান থাকলেও সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা লা লিগায় শেষে দুই ম্যাচে হ্যাটট্রিকসহ করেছেন ৪ গোল।

বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসিও তার চেনা ছন্দে আছেন। অক্টোবরের মাঝামাঝি সময়ে চোট কাটিয়ে ফেরার পর আট ম্যাচের সাতটিতেই গোল করেছেন। চ্যাম্পিয়নস লিগে তো চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ করেছেন ৯ গোল। সব মিলিয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচে ১৮ গোল। এল ক্লাসিকো ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও (২১ গোল) পাঁচবারের ফিফা বর্ষসেরা আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

এল ক্লাসিকোতে আজ বার্সেলোনার সামনে অবশ্য বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। বর্তমানে বার্সার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল। ১৩ রাউন্ড শেষে রিয়ালের পয়েন্ট ৩৩, আর বার্সার ২৭। আজ জিতলে রিয়াল এগিয়ে যাবে ৯ পয়েন্টে, বার্সা জিতলে পয়েন্ট ব্যবধানটা কমে আসবে তিনে। অনেকে তাই এটিকে লিগের শিরোপা নির্ধারক ম্যাচ হিসেবেও দেখছেন।

চোটের কারণে আজ খেলতে পারবেন না রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেল। বার্সা নিশ্চিভাবে এই এডভান্টেজটা কাজে লাগাতে চাইবে। বার্সা আক্রমণভাগের ত্রিরত্ন মেসি-নেইমার-সুয়ারেজকে আজ একসঙ্গেই পাচ্ছে।

ন্যু ক্যাম্পে শেষ ১৩ এল ক্লাসিকোর মাত্র ৩টিতে হেরেছে বার্সা। জিতেছে ৭টি, ড্র ৩টি। ঘরের মাঠে সবশেষ দেখায় অবশ্য রিয়ালের কাছে হেরে গিয়েছিল বার্সা। আজ তাই বার্সার সামনে প্রতিশোধের সুযোগও। আজ জিতলে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে জয়ের হাফ সেঞ্চুরিও করবে বার্সা।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT