ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভুষণের জন্য মনোনীত হয়েছেন। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই জানায়, ক্রীড়া ক্ষেত্রে তার অবদানের জন্য দু’বারের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারকে এই পুরস্কের জন্য মনোনিত করা হয়েছে। এর আগে ধোনি রাজীব গান্ধী খেল রত্না ,অর্জুনা ও পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। ১১তম ক্রিকেটার হিসেবে পদ্মভুষণ অ্যাওয়ার্ড অর্জন করবেন তিনি। এর আগে শচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার ও কপিলদেবের মতো ক্রিকেটাররা এই অ্যাওয়ার্ড পেয়েছেনে। ৩৬ বছর বয়সী ধোনি ৩০৩ ওয়ানডে খেলে ৯,৮১৬ রান সংগ্রহ করেছেন| এছাড়া ৯০ টেস্ট খেলে করেছেন ৪৮৭৬ রান। খেলেছেন ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে তার রান ১২১২। আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ১৬টি সেঞ্চুরি। যার ৬টি টেস্ট ও ১০টি ওয়ানডে ম্যাচ। উইকেটরক্ষক হিসেবে ক্যাচ ধরেছেন ৫৮৪টি।