মালয়েশিয়ায় অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সেলাঙ্গরের জালান মেঙ্গকুয়াং এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের সংবাদে জানানো হয়েছে।
সুবাং জায়া পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মোহাম্মদ আযলিন সাদারি জানান, দেশটিতে থাকা অপহৃত ব্যক্তির ভাই স্থানীয় একটি থানায় অপহরণের অভিযোগ করলে অভিযোগকারীর রিপোর্টের ওপর ভিত্তি করে পুলিশ তল্লাশি চালায়। এ সময় সুবাং জায়ার একটি বাড়ি থেকে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে উদ্ধার করে। এ সময় চার সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে পুলিশ।
অভিযোগকারী বলেন, অপহরণকারীরা আগেরদিন রাত ১টার সময় ফোন দিয়ে ২৫ হাজার রিঙ্গিত মুক্তিপণ দাবি করে। পরের দিন বিকেল ৫টার আগে মুক্তিপণ তাদের কাছে পৌঁছাতে না পারলে অপহৃত ব্যক্তিকে মেরে ফেলার হুমকিও দেয় তারা। পরে নিশ্চিত হওয়ার জন্য ওই মোবাইল নম্বরে ফোন করে অপহৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইলে সেখান থেকে তিনি চিৎকার করে তাকে অপহরণ করা হয়েছে বলে জানান।