মালয়েশিয়ায় মাদক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৫ বাংলাদেশিসহ ৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে বাংলাদেশী ছাড়াও নেপালী ও মালয়েশীয় ২ জন রয়েছে। সেরি কেম্বাংগানে কাস্টমসের এক অভিযানে সাড়ে ১০ মিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত মূল্যের মাদক দ্রব্য জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার এক সম্মেলনে কাস্টমস মহাপরিচালক বলেন, বুকিত সেরদাং ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ৮ শো বস্তা মাদকদ্রব্য জব্দ করা হয় যেগুলো চেন্নাই থেকে আনা হয়েছিল। এসময় তিনি আরো বলেন, তদন্তের স্বার্থে সকল সন্দেহভাজনকে মাদক আইন ১৯৫২ এর ৩৯ বি ধারা অনু্যায়ী ৭ দিনের রিমান্ডে নেওয়া হবে। এ বিষয়ে যথাযথ শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।