অবৈধ বিদেশিদের গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ মোট ৭৬৭ জন বাংলাদেশি নির্মানশ্রমিককে গ্রেপ্তার করেছে। গত রোববার স্থানীয় জিমাহ নামক স্থান থেকে এই অভিবাসী শ্রমিকদের অন্যান্য দেশিয়দের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয় কর্তৃপক্ষ।
স্ট্রেইট টাইমসের সংবাদ অনুযায়ী, শুধু ভুয়া কাগজপত্র সংক্রান্ত ঝামেলার কারণেই নয়, পাশাপাশি নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবার পরেও মালয়েশিয়াতে অবস্থান করা, জাল পাসপোর্ট ব্যবহার করাসহ বেশ কয়েকটি অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির অভিবাসন বিভাগের কর্মকর্তা হাফদজান হোসাইনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছে ৮০জন পাকিস্তানি, ৫০ ভারতীয়, ২২ ইন্দোনেশিয়, ১৩ শ্রীলঙ্কান, ৩ মিয়ানমারবাসী, ১ জন নেপালি। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ এশিয়ার বিভিন্ন দেশ থেকে সস্তা শ্রমিক হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজারে যুক্ত হচ্ছে। মালয়েশিয়াতে যাওয়া শ্রমিকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই বিভিন্ন অবৈধ উপায়ে যায়। অনেকে আবার মালিকপক্ষের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার পরেও দেশটিতে থেকে যান।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসেও প্রায় ৯১৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিল মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে প্রতিবছর মালয়েশিয়া সরকার অনেক শ্রমিক নিলেও ‘অবৈধ’ হিসেবে থাকা শ্রমিকদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না দেশটি।