ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের কোল থেকে তিন মাসের এক শিশুর নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার মধ্যরাতের পর কোনো এক সময় হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ড থেকে জিম নামের ওই শিশুটি হারিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
জিম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জুয়েল হোসেন ও সুমাইয়া আক্তারের মেয়ে। অসুস্থ বাবার সঙ্গে গত ৩১ অক্টোবর হাসপাতালে এসেছিল সে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটিকে উদ্ধারের সব ধরনের চেষ্টাই আমরা করছি।”
তবে কীভাবে শিশুটি নিখোঁজ হল, কেউ তাকে তুলে নিয়ে গেছে কি না- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।
বাচ্চু মিয়া জানান, জিমের বাবা জুয়েল ডায়াবেটিস ও কিডনি সমস্যা নিয়ে হাসপাতালের ওই ওয়ার্ডের ৪০ নম্বর বেডে ভর্তি হন। তার সেবার জন্য জিমকে নিয়ে তার মাও হাসপাতালে থাকছিলেন।
সোমবার রাত ১২ দিকে সুমাইয়া স্বামীর পাশে ৪১ নম্বর বেডে জিমকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে হঠাৎ ঘুম ভেঙে দেখেন জিম নেই।
তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে খোঁজাখুঁজি করলেও সকাল পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি বলে বাচ্চু মিয়া জানান।
সুমাইয়া হাসপাতালে সাংবাদিকদের বলেছেন, তার মেয়েকে দেখে অন্য রোগীর স্বজনসহ অনেকেই প্রশংসা করেছেন, কথা বলেছেন। কিন্তু তাদের কেউ জিমকে চুরি করেছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।