বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে কাল রোববার (২৭ আগস্ট) । মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শনিবার (২৬ আগস্ট) সকাল থেকে দর্শকরা ম্যাচটির টিকিট সংগ্রহ করেছেন । মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট বিক্রি শুরু হয় । এবার কোন ব্যাংককে টিকিট বিক্রির দায়িত্ব দেয়া হয় নাই। টিকিট বিক্রি চলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত । টিকিটের মূল্য সর্বোচ্চ এক হাজার টাকা। আর সর্বনিম্ন মূল্য ৫০ টাকা । রোববারও ম্যাচের টিকিট ক্রয় করা যাবে এমনটিই জানিয়েছেন আয়োজকরা। টিকিটের মূল্য: গেট-১: উত্তর গ্যালারি ৮০, শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর) ১০০০ টাকা। গেট-৩: গ্র্যান্ড স্ট্যান্ড (উত্তর) ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড (দক্ষিণ) ৫০০ টাকা, ডিরেক্টরস এনক্লোজার ৫০০ টাকা, বিসিবি ডিনিটারিস ৫০০ টাকা। গেট-৪: শহীদ মুশতাক স্ট্যান্ড ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, দক্ষিণ গ্যালারি ৮০, বিসিবি ডিরেক্টরস লাউঞ্জ ১০০০ টাকা। গেট-৫: পূর্ব গ্যালারি ৫০ টাকা।