মিশরের আলেকজান্দ্রিয়া শহরের বাহিরের দিকে শুক্রবার (১১ আগস্ট) দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। এ ঘটনায় কমপক্ষে ১২৩ জন আহত হয়েছে বলে জানা গেছে। মিশরের পরিবহন মন্ত্রণালয় বলেছে, একটি ট্রেনের যান্ত্রিক ত্রুটির কারণে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে। একটি ট্রেন কায়রো থেকে আলেকজান্দ্রিয়ার উত্তর শহরের দিকে যাচ্ছিল এবং অপর ট্রেনটি পোর্ট সৈয়দ থেকে আসছিলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে ৭৫ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্র: এএফপি