রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফল বাতিল হয়নি: স্বপন চৌধুরী
প্রকাশ: ০৯:৩১ am ০৩-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৩৯ am ০৩-১০-২০১৭
 
 
 


মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগীতার ফলাফল নিয়ে বিতর্কের মধ্যেই সোমবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায় তথ্য-প্রমাণসহ বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিলের বিয়ের খবর। তবে এই সংবাদ সত্য না মিথ্যা তা যাচাইয়ের পর কেবল ফল পরিবর্তনের সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধান স্বপন চৌধুরী।

২০১৩ সালে এভ্রিল বিয়ে করেছিলেন। আড়াই মাস সংসারের পর বিচ্ছেদও ঘটে তার। এসব তথ্য গোপন রেখেই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন তিনি- অভিযোগ উঠেছে এমন। এই খবরের উপর ভিত্তি করে মিস বাংলাদেশ প্রতিযোগিতার ফলাফল বাতিল করেছে আয়োজক কর্তৃপক্ষ- এমন গুজব সোমবার সন্ধ্যায় শোনা গেলেও সময় নিউজকে স্বপন চৌধুরী জানিয়েছেন এটি মিথ্যা।

তিনি বলেন, ‘এটা ফল্স। আমরা আগামীকাল একটা প্রেস কনফারেন্স করছি, সেখানে সব সিদ্ধান্তের ব্যাপারে জানাবো। তার আগে এই খবর যারাই প্রকাশ করুক না কেন, তারা মিথ্যা বলছে।’

এভ্রিল বিবাহিত ছিলেন, আগ থেকেই এই তথ্য জানতেন কিনা- এমন প্রশ্নের জবাবে স্বপন চৌধুরী বলেন, ‘না, এরকম কিছুর কথা আমরা জানতাম না। গতকাল রাত থেকেই বিভিন্ন মিডিয়ায় এভ্রিলের বিয়ের খবর চোখে পড়েছে। তবে এই খবর সত্য না মিথ্যা- সেটা যাচাই না করে আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।’ 

স্বপন চৌধুরী আরও জানান, রাতে একটি অনুসন্ধানী দলকে এভ্রিলের বাড়িতে পাঠিয়ে ঘটনার সত্যতা যাচাই করবে অন্তর শোবিজ। 

বিয়ের ঘটনা সত্যি হলে রানার-আপ প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘এরকম প্রতিযোগিতা এবারই প্রথম। এরকম ঘটনাও এবারই প্রথম। তাই এইক্ষেত্রে কী হবে সেটা আগে থেকে বলতে পারছি না। আমাদেরকে বিষয়টা আগে বুঝতে হবে। তবে সাধারণত এধরণের প্রতিযোগিতায় এরকম হলে যা হয়, এখানেও আমরা সেটাই করার চেষ্টা করবো।’

শুক্রবার রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মুকুট জয় করেন চট্টগ্রামের জান্নাতুল নাঈম এভ্রিল। পরদিনই এই ফলাফল বিচারকদের রায় পাল্টে ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ আসে। এর দুদিনের মাথাতেই এভ্রিলের পূর্বে বিবাহিত হওয়ার খবর এলো।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT