শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
শক্তিশালী পাকিস্তানকে রুখে দিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ
প্রকাশ: ১২:০৯ pm ২৮-০৪-২০১৮ হালনাগাদ: ১২:১৫ pm ২৮-০৪-২০১৮
 
 
 


যুব অলিম্পিক গেমসের বাছাই পর্বের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানকে রুখে দিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে লাল-সবুজের দল।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সঙ্গে ৩-৩ ড্র করে বাংলাদেশ। তাই পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সেমিতে উঠে তারা।

একই দিনে আগের ম্যাচে চায়নিজ তাইপেকে ১২-২ গোল উড়িয়ে দেয় বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিল না। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়েও ছিল তারা।  দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল করে ব্যবধান কিছুটা কমান অধিনায়ক সোহানুর রহমান সবুজ।

তৃতীয়ার্ধে আরেকটি গোল করে পাকিস্তান ব্যবধান আরো বড় করে,  ৩-১ গোলে। এর পরই ম্যাচে ফেরা শুরু হয় বাংলাদেশের। ২৮ মিনিটে আবেদ উদ্দিন দলের পক্ষে দ্বিতীয় এবং খেলার একেবারে শেষ মুহূর্তে অধিনায়ক সবুজ দলের পক্ষে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলেকে সমতায় ফেরান।

সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত। বাছাইপর্ব থেকে দুটি দল আগামী অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT