শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মেসি বিয়ের অনুষ্ঠানে নেচেছেন (ভিডিও)
প্রকাশ: ০৯:৫০ am ০৫-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৫৫ am ০৫-০৭-২০১৭
 
 
 


লিওনেল আন্দ্রেস 'লিও' মেসি। বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার। একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার যিনি লা লিগা ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড হিসেবে খেলেন। বল পায়ে যিনি মাতিয়ে রাখেন পুরো ফুটবল বিশ্ব। তবে এবার নাচিয়ে হিসেবেও কম মাতালেন না ফুটবলের ইতিহাসে অন্যতম বিস্ময় খেলোয়ার লিওনেল মেসি! এইতো গত শুক্রবার দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর শৈশবের বান্ধবী, প্রেমিকা ও তার দুই সন্তানের মা আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করেছেন। আর এই বিয়ের অনুষ্ঠানে তার সঙ্গে নেচেছেন। পরে সেটা আবার নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে ভক্তদের দেখার সুযোগও করে দিয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। আর্জেন্টিনায় রোজারিও চার্চে সম্পন্ন হওয়া মেসির বিয়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা ধুমধামেই হয়ে গেল লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জোর বিয়ে, আদর করে যে জুটিকে ডাকা হয় 'আন্তো-লিও'। মেসির বিয়ের উচ্ছ্বাসের ঢেউ চারদিকে এতটাই আছড়ে পড়েছে যে, বার্সেলোনার এই ফরোয়ার্ডের বিয়েকে অনেক গণমাধ্যমই 'শতাব্দীর সেরা বিয়ে', 'বছরের সেরা বিয়ে' এমন শিরোনামও দিয়েছে। তো চলুন দেখে নেয়া যাক এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির নেই নাচ:

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT