রাজধানীর মালিবাগ মৌচাকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহবুবুল হক (৪৫) নামের গোয়েন্দা (ডিবি) পুলিশের এক পরিদর্শক আহত হয়েছেন।
আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
মাহবুবুল হক ডিবি পুলিশের পশ্চিম বিভাগে কর্মরত। তিনি পরিবার নিয়ে শাহজাহানপুর গুলবাগে থাকেন।
মাহবুবুলের সহকর্মী, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফুয়াদ আহমেদ জানান, রাতে বিভিন্ন জায়গায় অভিযান শেষে ভোরে মিন্টো রোডের কার্যালয়ে ফিরেন পুলিশ কর্মকর্তা মাহবুবল হক। এরপর রিকশা নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। ভোর সাড়ে ৫টার দিকে মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তাঁর রিকশার গতিরোধ করে। এরপর ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ডান হাতের আঙুল সামান্য কেটে যায়।
ফুয়াদ আহমেদ আরো জানান, ছিনতাইকারীরা মাহবুবুলের কাছ থেকে কিছু নিতে পারেনি। মোবাইলের মাধ্যমে তিনি নিজেই এএসআই ফুয়াদকে খবর দিলে ফুয়াদ তাঁকে মোটরসাইকেলে করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ফুয়াদ।