ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের কাশর এলাকার একটি বাড়িতে বোমা বিস্ফোরণে এক ‘জঙ্গি’ নিহত হয়েছেন । সোমবার (২৮ আগস্ট) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম গণমাধ্যমকে বলেন, বাড়িটি এখনও ঘিরে রাখা হয়েছে। নিহত জঙ্গির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে ঘরের মেঝেতে। ঘরের ভিতরে আরো বোমা অথবা কেউ জীবিত আছে কিনা, তা পুলিশ নিশ্চিত নয়। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর বাড়ির ভেতরে ঢোকা হবে।