শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল তালওয়াশ
প্রকাশ: ১১:৩৭ am ১০-০৮-২০১৭ হালনাগাদ: ১১:৪২ am ১০-০৮-২০১৭
 
 
 


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালওয়াশ। দল জিতলেও বল ও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব।
অন্যদিকে ত্রিনবাগো নাইট রাইডার্সের একাদশে আজও স্থান হয়নি আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজের।
পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ১৪৭ রানে অলআউট হয় ত্রিনবাগো।

দলের পক্ষে কলিন মানরো ২৫ বলে ৪১ ও সমান বলে ড্যারেন ব্রাভো করেন ৩৩ রান।
জ্যামাইকার কেসরিক উইলিয়ামস ও ওডেন স্মিথ নেন ৩টি করে উইকেট।
সাকিব ১ ওভার বল করে একটি করে ছক্কা-চারে ১২ রান দিয়েছেন। ছিলেন উইকেটশূন্য।
জবাবে চার বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা।
মাত্র ১৮ বলে ৩৮ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। অধিনায়ক কুমার সাঙ্গাকারা করেন ৪৭ রান। সাকিব ২২ বলে ১৬ রান করেন।
তার ইনিংসে নেই কোনো চার-ছক্কা।
ত্রিনবাগোর কুপার ও নারাইন নেন দুটি করে উইকেট।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT