রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ১০টায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত অনাধি রঞ্জন চাকমা (৫৫) উপজেলার চিরঞ্জীব দোজরপাড়া এলাকার কুমুজ্যা চাকমার ছেলে।
এলাকাবাসী জানান, স্থানীয় রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিকের ক্যাডাররা রঞ্জন চাকমাকে সকালে তার বাড়ি থেকে ডেকে গুলি করে হত্যা করে চলে যায়। “রঞ্জন ছিলেন পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পাহাড়িদের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক।”
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, মঙ্গলবার সকালে নানিয়ারচরের দোজরপাড়া এলাকার নিজ বাসার সামনে অনাধি রঞ্জন চাকমাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ওসি।