রাজধানীর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে আটক হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্য। বুধবার (১৮ অক্টোবর) রাতে পরিচালিত অভিযানে আটক হওয়া ডাকাতদের কাছ থেকে টাকা ও ডাকাতির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চকবাজার থানার লালবাগ বিভাগের ডিসি ইব্রাহিম খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৮ অক্টোবর বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানাধীন হাজী লাট মাকের্টের ফল বিক্রিতা সামসুউদ্দিন তার দোকানের ২০ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য ৫ জন কর্মচারীকে ইসলামপুর পাঠান। পথে ৮/১০ জনের একটি ডাকাত দল ২০ লাখ টাকা বহনকারী ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
ডিসি ইব্রাহিম বলেন, ডাকাত দল ইঞ্জিতচালিত ট্রলারে করে সদরঘাট দিয়ে নারায়ণগঞ্জের দিকে পালিয়ে যায়। বুধবার রাতে বাদামতলীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইঞ্জিত চালিত ট্রলার, ৪টি চাকু, ১ লাখ ৭৫ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিসি বলেন, এই ডাকাত সদস্যদের নামে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। মামলার তদন্ত চলছে। ডাকাত সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা বলে জানান তিনি।