রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন
প্রকাশ: ১১:০৩ am ০৮-১০-২০১৭ হালনাগাদ: ১১:০৬ am ০৮-১০-২০১৭
 
 
 


রাজধানীর টিকাটুলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন হয়েছেন।

আজ রোববার সকালে টিকাটুলীর কে এম দাশ লেনে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহত আবু তালহা (২২) বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি টিকাটুলীতে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর বাবার নাম নূর উদ্দিন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, সকালে সাভারের আশুলিয়ার নিজ ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তালহা। বাসা থেকে ১০০ গজ দূরেই তিনজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা তালহাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে বলে জানান এসআই বাচ্চু মিয়া।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT