রাজধানীর ডেমরার ডগাইল আল আমিন রোডের একটি ফ্ল্যাটে আগুন লেগে একই পরিবারের সাতজনসহ আটজন দগ্ধ হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভোর ৫টায়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন ডগাইল আল আমিন রোডের একটি দোতলা বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর (৪৫), তাঁর স্ত্রী ফেরদৌসী (৩৫), তাঁদের সন্তান ইমন (১৫), শিপন (১২) ও তাসিন (২), আলমগীরের ভাতিজা তোফায়েল (২৪) ও তাঁর স্ত্রী রত্না (১৮) এবং সাবলেট ভাড়াটিয়া আরিফ (৩৪)।
দগ্ধ ফেরদৌসী জানান, তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ছেলেদের চিৎকার শুনে তাঁরা জেগে ওঠেন। কিছু বোঝার আগেই দেখেন সবার শরীর আগুনে ঝলসে গেছে।
ফেরদৌসী আরো জানান, দুই মাস আগে তাঁরা ওই বাসায় ওঠেন। বাসায় ওঠার সঙ্গে সঙ্গে তারা লিক হওয়া গ্যাসের গন্ধ পান। বিষয়টি বাড়িওয়ালাকেও জানিয়েছিলেন। গতকাল রাতে কী কারণে অগ্নিকাণ্ডে ঘটল তিনি নিশ্চিত নন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এর মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন।