রাজধানীর কাকরাইলের একটি বাসায় মা ও তার তার ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিপরীত দিকে গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ভবনের মালিক আব্দুল করিমের স্ত্রী শামসুন্নাহার ও তার ছোট ছেলে শাওন। বাড়ির মালিক করিম তখন ঘরে ছিলেন না। তিনি ব্যবসা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান।
তিনি বলেন, বাড়িটির বেডরুমে মায়ের গলাকাটা মরদেহ এবং সিঁড়িতে সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখেছি। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, নিহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শাওনের মাথার কাছে একটি ছুরি পড়ে ছিল বলে জানান তিনি। ওই বাসার দারোয়ান পুলিশকে জানিয়েছেন, ওপর থেকে একজন লোক নিচে এসে বলে, ওপরে যান, সেখানে মারামারি লাগছে’। তখন দারোয়ান উপরে উঠে পাঁচ তলার সিড়িতে শাওনের লাশ ও ভেতরে শামসুন্নাহারের লাশ দেখতে পান।