শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
রোনালদোর গোলে রাশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে পর্তুগাল
প্রকাশ: ০৯:৪১ am ২২-০৬-২০১৭ হালনাগাদ: ০৯:৪৩ am ২২-০৬-২০১৭
 
 
 


ক্রিশ্চিয়ানো রোনালদোর করা একমাত্র গোলে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে পর্তুগাল। কনফেডারেশনস প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে  পূর্ণ পয়েন্ট লাভ করল। এ জয়ে ‘এ’ গ্রুপ থেকে শীর্ষে উঠল পর্তুগাল। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে তাদের পয়েন্ট এখন ৪। ম্যাচের মাত্র আট মিনিটের মাথায় পরিকল্পিত এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় পর্তুগাল। ডান উইং ধরে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েন রোনালদো। বক্সের খানিকটা বাইরে থেকে উইলিয়ামকে পাস দেন। উইলিয়াম দিক পরিবর্তন করে বাঁ উইংয়ে গুয়েরিওর কাছে পাঠিয়ে দেন। গুয়েরিও দারুণ দক্ষতায় বাঁকানো শটে রোনালদোকে চোখে রেখে ডিবক্সের আকাশে বল তুলে দেন। আর পর্তুগীজ তারকা বলের ওপর চোখ রেখে দুর্দান্ত এক হেড দিয়ে বল জালে জড়ান। শনিবার (২৪ জুন) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে পর্তুগাল। একই দিন রাশিয়ার প্রতিপক্ষ মেক্সিকো।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT