শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
রোনালদোর জোড়া গোলে রিয়ালের ইতিহাস রচনা
প্রকাশ: ০৯:৩৬ am ২৭-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:৩৮ am ২৭-০৯-২০১৭
 
 
 


ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ইতিহাস রচনা করল রিয়াল মাদ্রিদ। তার জোড়া গোলে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে প্রথম জয় ছিনিয়ে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তাদের জয় ৩-১ গোলের। এক গোল করে লস ব্লাঙ্কোজদের ঐতিহাসিক জয়ের অংশীদার হয়েছেন গ্যারেথ বেল। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন পিয়েরে এমেরিক আউবামেয়াং। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে সিগনাল-ইদুনা-পার্কে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে বরুসিয়া ডর্টমুন্ডকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। তবে প্রথমদিকে গোলের দেখা পাচ্ছিল না দলটি। ১৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় গ্যালাকটিকোরা। ডান দিক থেকে আসা কারভাহালের ক্রস ধরে চমৎকার এক ভলিতে দলকে এগিয়ে দেন ওয়েলস স্ট্রাইকার বেল। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। তবে বিরতির আগে গোলের দেখা পায়নি কেউই। এতে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আক্রমণের ধার আরো বাড়ায় অতিথিরা। এর ফলও হাতেনাতে পায় তারা। ৪৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন দলের নীলমণি রোনালদো। এর ৫ মিনিট পর গোল করে বরুসিয়া ডর্টমুন্ডের ব্যবধান কমান চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা আউবামেয়াং। এ নিয়ে এবারের বুন্দেসলিগায় ৮ গোল করলেন গ্যাবনের এ ফরোয়ার্ড। যা জার্মান লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ। এতে বরুসিয়া খেলায় ফেরার স্বপ্ন দেখে। তবে ৭৯ মিনিটে গোল করে স্বাগতিকদের স্বপ্ন ভেস্তে দেন রোনালদো। এ নিয়ে এবারের আসরে তার গোল হলো ৪টি। আপোয়েলের বিপক্ষেও জোড়া গোল করেন সিআরসেভেন। এটি ছিল ইউরোপিয়ান প্রতিযোগিতায় পর্তুগিজ ফরোয়ার্ডের দেড়শতম ম্যাচ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। শিরোপা ধরে রাখার অভিযানে এটি রিয়ালের টানা দ্বিতীয় জয়। অন্যদিকে, এবারের আসরে বরুসিয়ার এটি টানা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে একই ব্যবধানে হারে দলটি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT