মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন বন্ধের প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন ফোরাম ফর দ্য ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে অনেক বাংলাদেশি অংশ নেন । মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানান । তারা বলেন, রোহিঙ্গাদের ওপর যে নির্মম গণহত্যা চলছে তা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন । এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় । চলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় । তারা বলেন, তাদের ওপর নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা একের পর এক কর্মসূচি অব্যাহত রাখব ।