কক্সবাজারে দীর্ঘদিন ধরে বিভিন্ন খাবার হোটেল ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হচ্ছে-এমন অভিযোগে ঝটিকা অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ১০ লাখ টাকা ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। গত রবিবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত শহরের অভিজাত খাবার হোটেল পউষী থেকে ৪ লাখ, ঝাউবন থেকে ১ লাখ, নিরিবিলি অর্কিড থেকে ৭৫ হাজার, আলগণি থেকে ৫০ হাজার টাকা, হোটেল বিরাম থেকে ১ লাখ টাকা, অভিজাত মিষ্টির দোকান পাল’র দোকান থেকে ৭৫ হাজার টাকা ও চৌরঙ্গী থেকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৭ কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানান, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার আইনে এসব খাবার হোটেল ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিডিআর ক্যাম্প সংলগ্ন আইসক্রিম ফ্যাক্টরিতে ৫০ হাজার ও বাস টার্মিনাল নিউ ঢাকা ফুড বেকারি থেকে ৮০ হাজার টাকা জরিমানা করে।