রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
লাইটার কারখানা দুর্ঘটনায় আরো এক শ্রমিকের মৃত্যু
প্রকাশ: ১২:০০ am ২৮-১১-২০১৬ হালনাগাদ: ১২:২৬ pm ২৮-১১-২০১৬
 
 
 


সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ মাহমুদা (১৯) নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে শিশুসহ  মোট ৩ শ্রমিক মারা গেলো।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদা।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আগুনে মাহমুদার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর বিকেলে সাভার শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কারখানায় কর্মরত অন্তত ২৩ শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ২১ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাতে আঁখি নামের এক শিশুশ্রামিক ঢামেকে মারা যায়। ২৪ নভেম্বর রকি নামের আরো একজন মারা যান।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT